ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

কঠোর লকডাউনের তৃতীয় দিনে ভ্রাম্যমাণ আদালতের মামলা-জরিমানা

লকডাউনের তৃতীয় দিনে হবিগঞ্জ জেলার মাধবপুরে কঠোর অবস্থানে দেখা গেছে আইশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। শনিবার ৩ জুলাই সকাল থেকে শহরের বিভিন্ন সড়ক জনমানব শূন্য ও বিপনি বিতানগুলো বন্ধ দেখা গেছে। সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে সক্রিয় রয়েছে। চলছে ভ্রাম্যমাণ আদালত।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, লকডাউনের তৃতীয় দিনের দুপুর ২টা পর্যন্ত উপজেলায় ১৪ মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন-উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন ও সঙ্গে ছিলেন লেফটেন্যান্ট ইমাম সহ সেনাবাহিনী সদস্যরা ও পুলিশের পক্ষ থেকে উপজেলা বিভিন্ন স্থানে চেকপোষ্ট রয়েছে।

চলমান বিধি-নিষেধ অমান্য করায় হবিগঞ্জে জেলায় আজ বিকাল ৪টা পর্যন্ত ৮০ ব্যক্তিকে ১৬০,১০০/- টাকা জরিমানা করেছে ১২টি মোবাইল কোর্ট জেলা প্রশাসন।

ads

Our Facebook Page